৭ নং বাগুলাট ইউনিয়ন বাংলাদেশের, খুলনা বিভাগের, কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার অন্তর্গত একটি সরকারি প্রশাসনিক অঞ্চল। ১৯৪৬ খৃষ্টীয় সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে এই ইউনিয়নটি প্রতিষ্টাত হয়। ইউনিয়নের উত্তরে-চাপড়া ইউনিয়ন ও ডাকুয়া নদী,দক্ষীনে-চাঁদপুর, র্পূবে-পান্টি ইউনিয়ন,পশ্চিমে- কুষ্টিয়া সদর ইউনিয়ন ও কালি নদী। ইউনিয়নের আয়তন ৬০.৪২ কিমি২ (২৩.৩৩ বর্গমাইল)। ২০০১ সালের আদমশুমারীর অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা ছিল প্রায় ২৫,২৩৮ জন। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪,৩২২জন, তার মধ্যে পুরুষ-৭৫২২ জন ও মহিলা- ৬৮০০জন সংশোধিত-১৫৩২২জন্। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৬টি ও মৌজার সংখ্যা ১৬টি।
উপজেলা: কুমারখালি।
জেলা: কুষ্টিয়া।

৭ নং বাগুলাট ইউনিয়নের প্রতিষ্ঠা কাল :
২৩শে ফেব্রুয়ারি ১৯৪৬ ইং।বাগুলাট
ইউনিয়নের সিমানা :
উত্তরে : চাপড়া ইউনিয়ন ও ডাকুয়া নদী ।
দক্ষীনে : চাঁদপুর ইউনিয়ন ।
র্পূবে : পান্টি ইউনিয়ন ।
পশ্চিমে- কুষ্টিয়া সদর ইউনিয়ন ও কালি নদী।
ইউনিয়নের আয়তন :
২৩.৩৩ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের জনসংখ্যা :
পুরুষ : ১১,৭১৯ জন।
মহিলা : ১০,৯০৩জন।
সর্বমোট : ২২,৬২২জন।
বাগুলাট ইউনিয়নের ভোটার সংখ্যা (২০০৮ এর গণনা অনুযায়ী):
পুরুষ : ৭৫২২ জন।
মহিলা : ৬৮০০ জন।
সর্বমোট ১৪,৩২২ জন। সংশোধিত-১৫৩২২জন।

ইউনিয়নের ধর্ম ভিত্তিক লোকসংখ্যা:
মুসলিম : ৯২%।
হিন্দু : ৬%।
অনান্য : ২%।
বাগুলাট ইউনিয়নের শিক্ষার হার :
৯৫% ।
ইউনিয়নের মোট এলাকা (জমি):
মোট জমি: ৬৬০২.৩৩ একর।
আবাদযোগ্যজমি : ৫২৭৩.৭৩ একর।
অনাবাদী : ৯২৮.৬০ একর।
বাগুলাট ইউনিয়নের মোট গ্রাম, মৌজা ও গ্রাম ভিক্তিক লোকসংখ্যা :
সর্বমোট ১৬টি মৌজা:
গ্রাম ভিত্তিক লোক সংখ্যা:
- দুধকুমড়া – পুরুষ : ৭০২ – মহিলা : ৭২৬, মোট : ১৪২৮
- কালিকাতলা – পুরুষ : ৩৯৫ – মহিলা : ৩৭৮, মোট : ৭৭৩
- দমদমা – পুরুষ : ৪৯৭ – মহিলা : ৪৯২, মোট : ৯৮৯
- বাগুলাট – পুরুষ : ৯২৯ – মহিলা : ৯৫০, মোট : ১৯৭৯
- শালঘরমধুয়া – পুরুষ : ১৫০৯ – মহিলা : ১৪৮৩, মোট : ২৯৯২
- বানিয়াখড়ী – পুরুষ : ৫৭২ – মহিলা : ৫৭০, মোট : ১১৪২
- নিতাইলপাড়া – পুরুষ : ৪৩৬ – মহিলা : ৪৬৭, মোট : ৯০৩
- বাঁশগ্রাম – পুরুষ : ১৯১০ – মহিলা : ১৮৬৫, মোট : ৩৭৭৫
- আদাবাড়িয়া – পুরুষ : ৬৬৭ – মহিলা : ৬৮৬, মোট : ১৩৫৩
- দঃমনোহরপুর – পুরুষ : ১০৩১ – মহিলা : ১০৭৬, মোট : ২১০৭
- ভড়ুয়াপাড়া – পুরুষ : ১০৪৮ – মহিলা : ১০৪৮, মোট : ২০৯৬
- নাতুড়িয়া – পুরুষ : ৯০২ – মহিলা : ৯৫২, মোট : ১৮৫৪
- শেখপাড়া – পুরুষ : ৮২৮ – মহিলা : ৮৪৭, মোট : ১৬৭৫
- উদয় নাতুড়িয়া – পুরুষ : ৩৯০ – মহিলা : ৩৭৮, মোট : ৭৬৮
- মধুপুর – পুরুষ : ৬০৭ – মহিলা : ৬১৩ , মোট : ১২২০
ইউনিয়নের বৃহত্তম গ্রাম : শালঘরমধুয়া।
ইউনিয়নের ক্ষুদ্রতম গ্রাম : আদাবাড়িয়া।

ইউনিয়নের সড়ক :
পাকারাস্তা : ১৬ কি.মি
ইটেরসিলিং-৩ কি.মি
কাঁচারাস্তা-৮ কি.মি.
বাগুলাট ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান :
প্রাথমিক বিদ্যালয় : ১০ টি
মাধ্যমিক বিদ্যালয় : ৮ টি
- ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। গ্রামঃ বাঁশগ্রাম, ডাকঘরঃ দুর্বাচারা। ০১৭৬১-৪০২০২০
- দক্ষিন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। গ্রাম+ডাকঘরঃ দক্ষিন মনোহরপুর। ০১৭২৪-৫১৬৭৭৫
- বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়গ্রামঃ বাগুলাট, ডাকঘরঃ মধুপুর। ০১৭৫১-২৯৭১৫৩
- শালঘরমধুয়া হাজী আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়। গ্রামঃ শালঘরমধুয়া, ডাকঘরঃ দুর্বাচারা। ০১৭১৬-৩৭১৭৭৭
- নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়গ্রামঃ দুধকুমড়া, ডাকঘরঃ কমলাপুর। ০১৭১৬৬৫৭৮৯০
- মধুপুর কলেজিয়েট স্কুলগ্রাম+ডাকঘরঃ মধুপুর।
মাদ্রাসা : ৫ টি
- বাঁশগ্রাম কামিল মাদ্রাসাগ্রামঃ বাঁশগ্রাম, ডাকঘরঃ দুর্বাচারা, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭১৫-২৬৭০৬৪
- মধুপুর দাখিল মাদ্রাসাগ্রাম+ডাকঘরঃ মধুপুর, কুমারখালী, কুষ্টিয়া।
- হাজী সুফিয়া খাতুন ক্বওমী মাদ্রাসাগ্রামঃ বাঁশগ্রাম, ডাকঘরঃ দুর্বাচারা, কুমারখালী, কুষ্টিয়া।
কলেজ : ২ টি
- বাঁশগ্রাম আলাউদ্দীন আহমেদ ডিগ্রী কলেজ। গ্রামঃ বাঁশগ্রাম।
- মধুপুর কলেজিয়েট স্কুল। গ্রামঃ মধুপুর।
নিন্ম মাধ্যমিক বিদ্যালয়:
- নিতাইলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। গ্রামঃ নিতাইলপাড়া, ডাকঘরঃ দঃমনোহরপুর,
প্রাথমিক বিদ্যালয় :
- আদাবাড়ীয়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ আদাবাড়ীয়া পোস্টঃ দঃমনোহরপুর,কুমারখালী, কুষ্টিয়া। ০১৭৩৫-৮৩১৮২৩
- দঃমনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রাম+পোস্টঃ দঃমনোহরপুর,কুমারখালী, কুষ্টিয়া। ০১৮২০-৫০৭৭০৪
- ১২৭ নং নিতাইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ নিতাইলপাড়া, পোস্টঃ দঃমনোহরপুর,কুমারখালী, কুষ্টিয়া। ০১৭১৯-৩০৯৬৯০
- ১২৪ নং দুধকুমড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ দুধকুমড়া, পোস্টঃ কমলাপুর, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭১৯-২৭০৮০৯
- ৮৮ নং কে, এম, মনসুর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ শালঘরমধুয়া, ডাকঘরঃ দুর্বাচারা,কুমারখালী, কুষ্টিয়া। ০১৭২৮-১০৯৭২০
- বানিয়াখড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ বানিয়াখড়ী, ডাকঘরঃ দুর্বাচারা, কুমারখালী, কুষ্টিয়া। ০১৯৩৭৭৬১৭১৬
- ৪৩ নং রায় বাগুলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ বাগুলাট, ডাকঘরঃ মধুপুর, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭২২-৮০২৩৯৯
- ১৩৩ নং বাঁশগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ বাঁশগ্রাম, ডাকঘরঃ দুর্বাচারা,কুমারখালী, কুষ্টিয়া। ০১৭৩১-২৭৭৬২০
- নাতুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ নাতুড়িয়া, ডাকঘরঃ মধুপুর, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭১৮৮৫০৬০৯
- মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রাম+ডাকঘরঃমধুপুর, কুমারখালী, কুষ্টিয়া। ০১৮১৫২৩৫২৯৬
- শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রাম+পোস্টঃ শেখপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭২৪-৭১১৪০৯
- ভড়ুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ ভড়ুয়াপাড়া, ডাকঘরঃ দঃমনোহপুর,কুমারখালী, কুষ্টিয়া। ০১৯৬০-৯০০১২৮
- ভড়ুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ ভড়ুয়াপাড়া, ডাকঘরঃ দঃমনোহপুর,কুমারখালী, কুষ্টিয়া। ০১৭৪৪৯৬৭৮৩৬
- আদাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ আদাবাড়ীয়া, ডাকঘরঃ দঃমনোহরপুর, ০১৭১৬৪৫০৬২৬
- খালবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়গ্রামঃ খালবাজার, কুমারখালী, কুষ্টিয়া। ০১৭১৯-২৭০৮০৯
কিন্ডার গার্টেন :
২ টি
এতিমখানা :
২টি

ইউনিয়নের ধর্মীয়প্রতিষ্ঠান:
ক) মসজিদ : ৩১ টি
খ) ঈদগাহ : ১৪ টি
গ) কবরস্থান : ১২টি
ঙ) মন্দির : ৩ টি
চ) শশ্মানঘাট : ১ টি
ইউনিয়নের শিল্পপ্রতিষ্ঠান
ক) রাইসমিল : ২টি
খ) ময়দাকোম্পানি : ১টি
গ) ইটেরভাটা : ০১টি
ঘ) মুরগীরখামার : ৮টি
ঙ) হঁসেরখামার : ৬টি
চ) মুড়িরকারখানা : ৩টি
ইউনিয়নের ব্যাংক/ বীমা/ এনজিও/ অন্যান্য প্রতিষ্টান:
ব্যাংক :
৭নং বাগুলাট ইউনিয়ন বাসীর বিভিন্ন রকম আর্থিক সেবা প্রদানের লক্ষে বেসরকারী ব্যাংক ব্যবস্থাপনার উদ্দ্যেগে আর্থিক লেন দেনের জন্য একটি বেসরকারী ব্যাংক তার সেবা কার্যকম প্ররিচালনা করে আসছে।ব্যাংকটি ৫ নং ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড। এছাড়াও ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু আছে ।
বীমা :
বাগুলাট ইউপিতে কোন বীমা কোম্পানীর শাখা বা এজেন্ট নেই
এনজিও :
পল্লী এলাকার দরিদ্র জগগোষ্টীর আর্থিক স্বচ্ছলতা আনার জন্য গ্রাম পর্যায় সরকার বিভিন্ন নন গভার মেন্ট সংস্থার বা এন,জি,ও কে সল্প সুদে ঋন প্রদানের সুযোগ দিয়েছে।বর্তমানে ৭নং বাগুলাট ইউনিয়ান পরিষদের অধিনে এনজিও প্রতিষ্ঠান সমুহের তালিকা নিম্নে দেওয়া হল।
১। সেতু
২।আশা
৩।আদ দ্বিন
৪।ব্রাক
৫। জাগরনী
৬। গ্রামীন ব্যাংক
৭। আলোর দিশা মহিলা সংথ্যা
ঘ) সমবায়সমিতি : ৭টি

ইউনিয়নের বিবিধ প্রতিষ্টান:
ক) হাট-বাজার : ৪টি।
খ) খেলার মাঠ : ৮টি।
গ) বাসষ্ট্যান্ড : ১টি।
ঘ) স্থায়ী পুলিশ ফাড়ি : ১টি।
ঙ) চিত্তবিনোদনকেন্দ্র : ক্লাব : ৫টি ।
চ) পুকুর- সরকারি : ২টি, বেসরকারী-২০টি
ছ) মোবাইল টাওয়ার : ৬টি।
ইউনিয়নের কৃষি সংক্রান্ত তথ্যাবলি:
- এক ফসলি জমির পরিমাণ : ২০ হেক্টর।
- দো ফসলি জমির পরিমাণ : ৫৭৭ হেক্টর।
- তিন ফসলি জমির পরিমাণ : ১০০ হেক্টর।
- তিনের অধিক ফসলি জমির পরিমাণ : ৩ হেক্টর।
- ভূমিহীন (০.০২হেক্টরের কম জমির মালিক) : ৩০২৫ জন।
- প্রান্তিক চাষী (০.০২ – ০.২ হেক্টর জমির মালিক) : ১৯৬০ জন।
- ক্ষুদ্রচাষী (০.০২ – ১.০ হেক্টর জমির মালিক) : ১৩৯১ জন।
- মাঝারীচাষী (১.০ – ৩.০ হেক্টর জমির মালিক) : ৬৯৬ জন।
- বড়চাষী (৩.০ হেক্টরের অধিক জমির মালিক) : ২৫জন
ইউনিয়নের পানি ও পয়ঃনিষ্কাশন :
– নিরাপদ পানি পানের সুবিধা : ৮৩%।
– স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার : ৯২%।
আরও দেখুন: