বারবার “আমি তবে কেউ নই” অনুভব করা বয়সে, ছোটবেলায় গানটি মনে লেগেছিল। অনুভব অনেক বদলেছে, তবে গানটি আজও প্রিয় গান হয়ে আছে। গানটির কথা ও সুর দিয়েছিলেন সলিল চৌধুরী, গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।
![Salil Chowdhury Composer আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 2 আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/Salil_Chowdhury_Composer-300x200.jpg)
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা – সলিল চৌধুরী
![hemanta kumar mukharjee আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 3 Hemanta Kumar Mukharjee | হেমন্ত মুখোপাধ্যায় | হেমন্ত কুমার](https://sufifaruq.com/wp-content/uploads/2010/02/hemanta_kumar_mukharjee-300x132.jpg)
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূণীর কাছে রাখলাম নিশানা।।
কখন জানিনা সে তুমি আমার জীবনে এসে
যেন স্বঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে ভালোবেসে
যতো যতো নেশা যেন স্বপ্ন হলো সকলি নিমেষে ভগ্ন
আমি দূর্বার স্রোতে ভাসলাম তরী অজানা নিশানা।।
ওগো ঝড়া পাতা যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো যদি ডাকো।।
আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা।।
https://www.youtube.com/watch?v=0eUvad_SiZY
![SufiFaruq.com Logo 252x68 2 আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 4 SufiFaruq.com Logo 252x68 2 আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ](https://sufifaruq.com/wp-content/uploads/2022/09/SufiFaruq.com-Logo-252x68-2.png)
আরও দেখুন:
![আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 1 আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা](https://sufifaruq.com/wp-content/uploads/2024/02/আমি-ঝড়ের-কাছে-রেখে-গেলাম-আমার-ঠিকানা.jpg)