আমারও খুব জনপ্রিয় হতে মন চায়।
শুধু কাজ নিয়ে থাকতে মন চায়।
সবার সাথে একমত হতে মন চায়।
কোন বিরোধে না যেতে মন চায়।
স্মার্ট হতে মন চায়।
লিবারেল হতে মন চায়।
প্রগ্রেসিভ হতে মন চায়।
সবাইকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে মন চায়।
দেশের সব ইস্যুর সমাধান চাইতে মন চায়।
তবে এই সবকিছুর আগে –
– নিরপরাধ জনগণ, নারী ও শিশু গণহত্যাকারী ও গণধর্ষনকারীদের দের ফাঁসি দেখতে মন চায়।
– স্বাধীনতা বিরোধী শক্তি এ দেশ থেকে বিলুপ্ত হবে – সেটা দেখতে মন চায়।
– ধর্মব্যবসায়ীদের ঝেটিয়ে বিদায় করে – ঘরে ঘরে প্রকৃত শান্তির ধর্ম দেখতে মন চায়।
আমার এ লিমিটেশন – ছিল, আছে, থাকবে।
আপনার এ নিয়ে অসুবিধা থাকলে – মুড়ি খান। তবে সন্তর্পণে খান, বেশি শব্দ করে ডিস্টার্ব করবেন না।
শব্দ করলে থাবড় খাইতে পারেন।