ইসলামিয়া গুরুকুল দেখুন

অনেকেই বলেন আমার দুনিয়ায় তাবত শিক্ষা নিয়ে এত মাথাব্যাথা, তাদের জন্য নানা রকম উদ্যোগ আছে, কিন্তু মাদ্রাসার জন্য কিছু করি না কেন। এটার মাধ্যমে তারা আমার মাদ্রাসা শিক্ষার প্রতি আক্রোশ প্রমান করেন। ভালো।

তবে এই অভিযোগটি করার আগে একবার সার্চ করলে ভালো হতো। আমরা গুরুকুল থেকে অন্য সব মাধ্যমের মতই মাদ্রাসার জন্য করছি।

যাহোক মাদ্রাসার সিলেবাস অনুযায়ী যারা পড়তে আগ্রহী, তাদের জন্য Islamia Gurukul, GOLN এ ক্লাস প্রকাশিত হচ্ছে নিয়মিত, বেশ অনেক দিন থেকে। আলিয়ার দাখিল ৭-১০ ম পর্যন্ত সবগুলো ক্লাসই ধরেছি আমরা। পাশাপাশি ক্কওমীর সিস্টেমে নুহু-সরফ সহ আরবি ব্যাকরণের ক্লাসগুলো প্রকাশিত হচ্ছে।