কুমারখালী ইকো পার্ক পরিদর্শন করলাম : কাল গিয়েছিলাম কুমারখালীর নির্মাণাধীন ইকো পার্ক দেখতে। কুমারখালী শহর সংলগ্ন গড়াই নদীর বাঁধের উপরে গড়ে উঠছে পার্কটি। পৌর মেয়র জনাব শামসুজ্জামান অরুণ ও সহ কমিশনারদের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় গড়ে উঠছে এই বিনোদন কেন্দ্র। কুমারখালীতে সেই অর্থে বিনোদনের তেমন কোন যায়গা নেই। এই পার্কটি সেই অভাব কিছুটা হলেও মেটাবে।
কমিশনার ফরিদ ভাই, বাবু মামা, রফিক, নাট্যকার লিটন আব্বাস ভাই, সাংবাদিক দিপু মালিক সহ সকল উদ্যোক্তাদের সাথে কথা হল। এরকম একটি উদ্যোগ নেয়ায় কুমারখালী পৌরসভার কমিশনারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপজেলা প্রশাসন যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
এরকম একটি উদ্যোগের সাথে যুক্ত হয়ে আমারও খুবই ভালো লাগছে।