ফ্রিল্যান্স আউটসোর্সিং জনপ্রিয়করণ সুফি ফারুক ইবনে আবুবকর এর একটি কর্মসূচি। ২০০৭ সালের মধ্যে বাংলাদেশে ফিল্যান্সিং আউটসোর্সিং পরিচিত হয়ে উঠলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের অপ্রতুলতার কারণে জনপ্রিয় হওয়া সম্ভব হচ্ছিল না। ২০০৮ সাল থেকে ইন্টারনেটের মুল্য কমতে থাকায় ইন্টারনেট সহজলভ্য হতে থাকে। এই সময় সুফি ফারুক ইবনে আবুবকর ফ্রিল্যান্স আউটসোর্সিং কে জনপ্রিয় করার জন্য এই কর্মসূচি গ্রহন করেন। পরবর্তিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সহায়তায় ও তৎপরবর্তিতে নিজেদের সংগঠন প্রুক্তিতে বাংলাদেশের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করেন।
ফ্রিল্যান্স আউটসোর্সিং জনপ্রিয়করণ কর্মসূচি
![ফ্রিল্যন্স আউটসোর্সিং লোগো Freelance Oursourcing Logo কর্মসূচি - ফ্রিল্যান্স আউটসোর্সিং জনপ্রিয়করণ 1 ফ্রিল্যান্স আউটসোর্সিং জনপ্রিয়করণ - ফ্রিল্যন্স আউটসোর্সিং লোগো [ Freelance Outsourcing Logo ]](https://sufifaruq.com/wp-content/uploads/2009/02/ফ্রিল্যন্স-আউটসোর্সিং-লোগো-Freelance-Oursourcing-Logo-300x300.jpg)
এই কর্মসুচির আওতায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অন্চলে ফিল্যান্স আউটসোর্সিং পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। এছাড়া আউসোর্সিং বিষয়ক সাপোর্ট গ্রুপ পরিচালনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রচুর তরুণ অনুপ্রাণিত হয়, আজ যাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে নানা পর্যায়ে প্রতিষ্টিত ও পুরস্কৃত হয়েছেন।

এই প্রকল্পটি ২০১৪ সাল পর্যন্ত চলমান ছিল। ২০১৪ সালের মধ্যে বাংলাদেশে ফ্রিল্যান্স আউটসোর্সিং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি সরকার থেকে ফ্রিল্যন্স আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেয়ায় প্রকল্পটি আর না চলাবার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও দেখুন:
আরও দেখুন:





