রাগের ব্যাকরণ : প্রতিটি রাগের কিছু বেসিক এ্যাট্রিবিউট আছে। রাগ বোঝার জন্য এগুলো জানলে সুবিধা হয়।

আমি যতোটুকু দেখেছি সেগুলো গুছিয়ে – রাগ (আরোহ-অবরোহ, বাদী-সমবাদী, চলন, পাকাড়) আর্টিকেলটিতে দিয়ে দিলাম।
ঠাট একটি কেতাবী বিষয়। রাগ গুলোকে গ্রুপ করার জন্য এই থিওরির ব্যাবহার হয়। একটি কমন প্রশ্ন আসে শুরুর দিকে শ্রোতার মনে – রাগ আগে না ঠাট? সেটারও একটি উত্তর রইলো।
রাগের জাতি ও একটি কেতাবি বিষয়।

আমাদের এদিকের রাগ সঙ্গীত যেহেতু সময় নির্ভর, তাই রাগ রাগ শোনা /পরিবেশিনের সময়, প্রহর শাস্ত্রের অংশ।
সঙ্গীতে রস গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ভাব-রসও শাস্ত্রের অংশ।

আরও পড়ুন:
![রাগের ব্যাকরণ বা শাস্ত্র সূচি Raga Grammar Index রাগের ব্যাকরণ বা শাস্ত্র সূচি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ 1 রাগের ব্যাকরণ বা শাস্ত্র সূচি [ Raga Grammar Index ]](https://sufifaruq.com/wp-content/uploads/2023/07/রাগের-ব্যাকরণ-বা-শাস্ত্র-সূচি-Raga-Grammar-Index-.png)