রাগ টোড়ি পরিবার । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

রাগ টোড়ি পরিবার নিয়ে আজকের আলোচনা। রাগ টোড়ি ( Todi ) একটি রাগাঙ্গ রাগ (rgrS)। এই রাগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনেক, এজন্য প্রচুর ভেরিয়েশন পাওয়া যায়।

রাগ টোড়ি পরিবার । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

রাগ টোড়ি পরিবার

 

প্রকার-(ক) শ্রেণী বা গোষঠী

১। অগ্জনী টোড়ী
২। আহীর টোড়ী
৩। আসা টোড়ী
৪। কলাদ টোড়ী
৫| খট টোড়ী
৬। গান্ধারী টোড়ী

৭। গুক্রী টোড়ী
৮। ছায়! টোড়ী
৯। দ্রবারী টোড়ী
১০। দেসী টোড়ী

১১। নবাৎখানি টোড়ী
১২। প্রথম টোড়ী
১৩। প্রভাত টোড়ী
১৪। পুন্লাগ টোড়ী
১৫। ফিরোজধানি টোড়ী

১৬। বিলাসখানি টোড়ী
১৭। বরারী টোড়ী
১৮। বৰহাছুরী টোড়ী
১৪। তৃপাল টোড়ী
২০। মিঞাকী টোড়ী

২১। ‘মারগ টোড়ী
২২। মোটকি টোড়ী
২৩। মোহন টোড়ী
২৪। রাম টোড়ী
২৫। গুধ টোড়ী
২৬। সেবেরী টোড়ী।

(খ) গোত্র

১। কাফি টেড়ী ২। আ্রোটকী টোড়ী
৩। পঞঙ্গাস টোড়ী ৪। বরণ টোড়ী

৫। লছমী টোড়ী ৬। লাচারী টোড়ী
৭। সকারি টোড়ী ৮। হুসেনী টোড়ী

এ ছাড়া কয়েকটি নতৃন ব অপ্রচলিত আছে : কমলটোড়ী, তুরস্কটোড়ী, নট টোড়ী, ভূপটোড়ী, মালিনী টোড়ী, মঙ্গল টোঁড়ী, মুগ্তরী টোড়ী, রঞ্জনী টোড়ী, ললৎ
টোড়ী। জৌনপুরী, আদাবরী ইত্যাদিকে আমি টোড়ী বলি না, আর লাচারী, বিল/সধানি ইতাদিকে জার্জ- কালকার মত হিসাবে ভৈরবী অঙ্গে ফেলাই সঙ্গত মনে করি। খঞজ্ঞধস! করলেই টোড়ি হয় না। অনেকে তাই মনে কারে ভৈরবীকেও টোড়ী বলে ধ’রে নেন। আমার সে মত নগ, কার্জেই ভৈরবী অজ বল্ভে আমি সখজমজখদ বুঝি আর সথজন্ষজ্ঞধদা.। টোরির অঙ্গ বুঝি যেমন দখমপ গৌরী অঙ্গ, নখদ্বপ শ্রী অঙ্গ।

 

SufiFaruq.com Logo 252x68 2 রাগ টোড়ি পরিবার । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

আরও দেখুন: