কুষ্টিয়া, ১৬ এপ্রিল ২০১১ (শনিবার): কুষ্টিয়া জেলা স্কুলের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত দুই দিনব্যাপী “তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং” কর্মশালা আজ সফলভাবে শেষ হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি ও তরুণদের বৈশ্বিক আউটসোর্সিং বাজারে যুক্ত করা।

শেষ হল ২ দিনের তথ্য প্রযুক্তি আউটসোর্সিং কর্মশালা
উদ্বোধন ও পরিচালনা
কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান। প্রশিক্ষণ পরিচালনা করেন—
- এনায়েত হোসেন রাজিব – ২০০১ সালের সেরা ফ্রিল্যান্সার পদকপ্রাপ্ত
- নাহিদুল ইসলাম রুমেল – সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (খুলনা বিভাগ)
- নিয়ামুল হাসান – সভাপতি, ইলাক্স
আলোচিত বিষয়
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখেছেন—
- ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজের ধরন ও দক্ষতার প্রয়োজনীয়তা
- কাজ পাওয়ার কৌশল, সময়মতো সম্পন্ন করা ও অর্থপ্রাপ্তির নিয়ম
- আন্তর্জাতিক ইন্টারনেট বাজার পরিচিতি
- জনপ্রিয় সিএমএস জুমলা ও ওয়ার্ডপ্রেস–এর ব্যবহারিক দিক
কর্মশালার সহযোগী প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং গুরুকুল ক্যাম্পাস লার্নিং নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ (SASEG)।
সুফি ফারুক ইবনে আবুবকরের বক্তব্য
আয়োজক সংগঠন প্রযুক্তিতে কুষ্টিয়া–এর সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর জানান—
- বাছাইকৃত প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উচ্চমানের প্রশিক্ষণের সুযোগ পাবেন।
- চাকরি প্রত্যাশীদের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।
- উদ্যোক্তা হতে আগ্রহীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা হবে।
প্রত্যাশা
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কর্মশালা কুষ্টিয়ার তরুণ প্রজন্মকে নতুন কর্মসংস্থানের পথে এগিয়ে নেবে এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও দেখুন:
