শোমসপুর বাজার, শোমসপুর ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া

শোমসপুর বাজারটি কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলার, শোমসপুর ইউনিয়নের একটি বাজার।  এই বাজারে সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচির বিস্তারিত নিচে দেয়া হল:

 

শোমসপুর বাজার

 

শোমসপুর বাজারে পেশা পরামর্শ সভা-র প্রস্ততি সভা

 

শোমসপুর বাজারে পেশা পরামর্শ সভা-র প্রস্ততি সভা:

তরুণদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের শোমসপুর বাজারে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই শোমসপুর গ্রামের শোমসপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী-খোকসার তরুণদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে এই বিশেষায়িত কর্মসূচী হাতে নিয়েছেন তরুণ আওয়ামী লীগ নেতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। এই কর্মসূচির আওতায় কুমারখালী-খোকসার তরুণ প্রজন্মকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের জ্ঞান ভিত্তিক অর্থনীতির জন্য যোগ্য পেশাজীবী হিসেবে প্রস্তুত করার কাজ করা হচ্ছে।

Preparation Meeting Shomoshpur Bazar Khoksa 2 শোমসপুর বাজার, শোমসপুর ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের শোমসপুর বাজারে অনুষ্ঠিত হলো সুফি ফারুকের পেশা পরামর্শ সভার প্রস্তুতি সভা

প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও হাটে বাজারে প্রচারণা ও প্রস্তুতি সভার মাধ্যমে তরুণদের রেজিস্ট্রেশন করা হয়। অনলাইনেও রয়েছে রেজিস্ট্রেশনের সুযোগ। এরপর রেজিস্টার্ড ডাটাবেসের মধ্যে থেকে তরুণদের নিয়ে সবার জন্য প্রয়োজন এমন সব বিষয়ে সেমিনার ও নির্দিষ্ট স্কিল এসেসমেন্ট করা হয়। সেই এসেসমেন্টের উপরে ভিত্তি করে যার যেমন প্রশিক্ষণ দরকার তার জন্য সে ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামের বাজারে অনুষ্ঠিত হল ‘পেশা পরামর্শ সভার’ প্রস্তুতি সভা। সভাটি পরিচালনা করেন স্থানীয় সংগঠক আমরান হক। উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম, ছাত্রনেতা রিজন আলী, শামিম রানাসহ এই কর্মসূচি সম্পৃক্ত নেতাকর্মীবৃন্দ।

পেশা পরামর্শ সভা মূলত তরুণ প্রজন্মের ক্যারিয়ার কোচিং। এটি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুকের একটি উদ্যোগ।

এই প্রকল্পের আওতায় কুমারখালী-খোকসার তরুণদের ডিজিটাল বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পেশাগুলোর উপযুক্ত হয়ে তৈরি হাবার জন্য সচেতনতা ও দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি তাদেরকে এসব সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্মিত ডিজিটাল বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব জয়ের ভবিষ্যৎ জ্ঞান ভিত্তিক অর্থনীতির বাংলাদেশের অবারিত পেশাজীবীদের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। এছাড়া সেসব পেশা গ্রহণ করার উপযোগী হয়ে তৈরি হবার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

শোমসপুর বাজারে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার প্রস্তুতি সভা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের শোমসপুর বাজারে অনুষ্ঠিত হলো সুফি ফারুকের পেশা পরামর্শ সভার প্রস্তুতি সভা

বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হয় এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন। পাশাপাশি যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করে এসব কর্মশালাতে।

পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়াসহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকগণের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়। স্কিল এসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকতর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবিত হলে তাদের জন্য সে ধরণের প্রশিক্ষণের আয়োজন বা অন্য কোনও যায়গা থেকে প্রশিক্ষণ নেবার জন্য বৃত্তির ব্যবস্থা করে দেয়া হয়।

 

শোমসপুর বাজারে পেশা পরামর্শ সভা-র প্রস্ততি সভা

 

এই পুরো বিষয়টি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ সুফি ফারুকের পক্ষ থেকে উপহার।

সুফি ফারুক ঘোষণা করেছেন, কুমারখালী-খোকসায় একটি শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও রুচিশীল প্রজন্ম তৈরিই আমার- ‘জয় বাংলা’। তার সেই স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় নেয়া সকল প্রকল্পের মধ্যে এটি অন্যতম।

আরও পড়ুন: