‌সাইবার অপরাধ দমন বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২ দিনের আইটি প্রশিক্ষণ

‌সাইবার অপরাধ দমন বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২ দিনের আইটি প্রশিক্ষণের আয়োজন করেছে আইটিএমএবি। সময়ের সাথে সাথে অপরাধের ধরনও বদলেছে। তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে অপরাধীরা এর সুবিধা নিয়ে নানা রকম অপরাধ করছে; কিন্তু তারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সেই তুলনায় পুলিশের আধুনিকায়ন না হলেও, তারা চেষ্টা করে যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে। প্রতিদিন নতুন ধরনের অপরাধের মুখোমুখি হতে হচ্ছে পুলিশ বাহিনীকে। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবেলায় দেশের পুলিশ এখন পর্যন্ত অনেক পিছিয়ে।

 

‌আইটিএমবির আয়োজনে সাইবার অপরাধ দমন বিষয়ে পুলিশের ২ দিনের আইটি প্রশিক্ষণ

 

‌সাইবার অপরাধ দমন বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২ দিনের আইটি প্রশিক্ষণ

 

এ অবস্থায়, শনিবার বাংলাদেশ পুলিশ এবং আইটি ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইটিএমএবি)’র যৌথ উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টারে শুরু হয়েছে ‌সাইবার অপরাধ তদন্ত বিষয়ক’ ২ দিনের প্রশিক্ষণ।

 

‌আইটিএমবির আয়োজনে সাইবার অপরাধ দমন বিষয়ে পুলিশের ২ দিনের আইটি প্রশিক্ষণ - ২৩-০৬-২০০৯

 

সকাল ১০ টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এন বি কে ত্রিপুরা। প্রশিক্ষণে মোট ৩৪ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। দেশ সেরা ১০ জন সাইবার অপরাধ বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটি ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইটিএমএবি)’র আহবায়ক সুফি ফারুক ইবনে আবুবকর।

 

 

ছবি গ্যালারী:

 

 

আরও দেখুন: