৫ নং নন্দলালপুর ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

৫ নং নন্দলালপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের, কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। এই ইউনিয়নের আয়তন ৬৯.৯৩ কিমি (২৭.০০ বর্গমাইল) এলাকা। ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা ছিল প্রায় ৪০,১৩৮ জন। এই ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ২০টি ও মৌজার সংখ্যা ১৯টি।

 

৫ নং নন্দলালপুর ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
৫ নং নন্দলালপুর ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ

 

এক নজরে ৫ নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদ:

ইউনিয়নের আয়তনঃ

২৭ বর্গমাইল

নন্দলালপুর ইউনিয়নের ইউনিয়নের জনসংখ্যাঃ

মোট ৪০ হাজার
পুরুষ- ২১ হাজার
নারী- ১৯ হাজার

ইউনিয়নের ধার্মিক ও অন্যান্য সম্প্রদায়:

মুসলমানঃ- ৩৯,হাজার ৫০০ জন
হিন্দু-৫০০ জন
তাঁতী সম্প্রদায়ঃ- ৩০০ পরিবার

গ্রাম ও মৌজা সংখ্যাঃ

গ্রামের সংখ্যা : ২০ টি
মৌজার সংখ্যাঃ-১৯ টি

 

পেশা পরামর্শ সভা, নন্দলালপুর, কুমারখালী | Career Counselling for Rural Youth, Nandlalpur UP, Kumarkhali, Kushtia

 

১নং ওয়ার্ডগ্রাম : –আলাউদ্দিন নগরজনসংখ্যা পুরুষ :৯০৪ জন,জনসংখ্যা মহিলা :৯৩২ জনমোট জনসংখ্যা : ১৮৩৬ জন
১নং ওয়ার্ডগ্রাম : –দড়িকোমরপুরজনসংখ্যা পুরুষ :২৪৬ জন,জনসংখ্যা মহিলা :২৪৪ জনমোট জনসংখ্যা :৪৯০ জন
১নং ওয়ার্ডগ্রাম : –পুটিয়াজনসংখ্যা পুরুষ :৫৭৫ জন,জনসংখ্যা মহিলা :৫৭৯ জনমোট জনসংখ্যা :১১৫৪ জন
২নং ওয়ার্ডগ্রাম : –উত্তর ভবানীপুরজনসংখ্যা পুরুষ :৪৮৫ জন,জনসংখ্যা মহিলা :৪৫৮ জনমোট জনসংখ্যা :৯৪৩ জন
২নং ওয়ার্ডগ্রাম : –পুরাতন চড়াইকোলজনসংখ্যা পুরুষ :৮৭৭ জন,জনসংখ্যা মহিলা :৮৮৬ জনমোট জনসংখ্যা :১৭৬৩ জন
৩নং ওয়ার্ডগ্রাম : –বুজরুক দুর্গাপুরজনসংখ্যা পুরুষ :৬৩৬ জন,জনসংখ্যা মহিলা :৬৬১ জনমোট জনসংখ্যা :১২৯৭ জন
৩নং ওয়ার্ডগ্রাম : –বুজরুক বাঁখইজনসংখ্যা পুরুষ :৩৪৮ জন,জনসংখ্যা মহিলা :৩৫৫ জনমোট জনসংখ্যা :৭০৩ জন
৪নং ওয়ার্ডগ্রাম : –মনোহরপুরজনসংখ্যা পুরুষ :৪৪৫ জন,জনসংখ্যা মহিলা :৪৭৫ জনমোট জনসংখ্যা :৯২০ জন
৪নং ওয়ার্ডগ্রাম : –সদরপুরজনসংখ্যা পুরুষ :৫৫৮ জন,জনসংখ্যা মহিলা :৫১৩ জনমোট জনসংখ্যা :১০৭১ জন
৫নং ওয়ার্ডগ্রাম : –নন্দলালপুরজনসংখ্যা পুরুষ :৭৮৬,জনসংখ্যা মহিলা :৮৩৬ জনমোট জনসংখ্যা :১৬২২ জন
৫নং ওয়ার্ডগ্রাম : –সৌঁপুকুরিয়াজনসংখ্যা পুরুষ :১৩৯,জনসংখ্যা মহিলা :১৫৫ জনমোট জনসংখ্যা :২৯৪ জন
৬নং ওয়ার্ডগ্রাম : –কাশিমপুরজনসংখ্যা পুরুষ :২৩৭ জন,জনসংখ্যা মহিলা :২৪৪ জনমোট জনসংখ্যা :৪৮১ জন
৬নং ওয়ার্ডগ্রাম : –বাঁশআড়াজনসংখ্যা পুরুষ :৩০১ জন,জনসংখ্যা মহিলা :২৯১ জনমোট জনসংখ্যা :৫৯২ জন
৬নং ওয়ার্ডগ্রাম : –হাবাসপুরজনসংখ্যা পুরুষ :২৮৩ জন,জনসংখ্যা মহিলা :৩০০ জনমোট জনসংখ্যা :৫৮৩ জন
৭নং ওয়ার্ডগ্রাম : –এলঙ্গীজনসংখ্যা পুরুষ :১০২৩ জন,জনসংখ্যা মহিলা :১০৬৫ জনমোট জনসংখ্যা :২০৮৮ জন
৭নং ওয়ার্ডগ্রাম : –এলঙ্গী আচার্য্যজনসংখ্যা পুরুষ :৩৪৭ জন,জনসংখ্যা মহিলা :৩৬২ জনমোট জনসংখ্যা :৭০৬ জন
৮নং ওয়ার্ডগ্রাম : –বড়ুরিয়াজনসংখ্যা পুরুষ :৫২২ জন,জনসংখ্যা মহিলা :৫১৮ জনমোট জনসংখ্যা :১০৪০ জন
৮নং ওয়ার্ডগ্রাম : –সোন্দাহজনসংখ্যা পুরুষ :৮৯৮ জন,জনসংখ্যা মহিলা :৮৯৫ জনমোট জনসংখ্যা :১৭৯৩ জন
৯নং ওয়ার্ডগ্রাম : –চড়াইকোলজনসংখ্যা পুরুষ :১০২৪ জন,জনসংখ্যা মহিলা :১০৩০ জনমোট জনসংখ্যা :২০৫৪ জন
৯নং ওয়ার্ডগ্রাম : –শিবরামপুরজনসংখ্যা পুরুষ :২২০ জন,জনসংখ্যা মহিলা :২২৭ জনমোট জনসংখ্যা :৪৪৭ জন

 

পেশা পরামর্শ সভা, নন্দলালপুর, কুমারখালী | Career Counselling for Rural Youth, Nandlalpur UP, Kumarkhali, Kushtia

 

ইউনিয়নের জমি:

মোট জমির পরিমানঃ- ৬.৬০৯ একক
মোট খাস জমির পরিমানঃ- ৬১৫.৩৪ একক
এক ফসলী জমির পরিমানঃ-৪৯৩ একক
দ্বোফসলী জমির পরিমানঃ- ৩৭৯২ একক
তিন ফসলী জমির পরিমানঃ- ২৩৭ একক
সেচের আওতায় মোট জমির পরিমানঃ- ৬০০ একক

সরকারী পুকুরঃ- ১টি
খালঃ- ৫টি
নদীঃ-২টি, (গড়াই ও পচাই গড়াই)
রেল ষ্টেশনঃ- ১টি
খেয়াঘাটঃ- ২টি
ফেরীঘাটঃ-১টি

 

ইউনিয়নের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান :

শিক্ষাঃ-
শিক্ষা হারঃ- ৬০%
পুরুষঃ- ৪০%
নারীঃ- ২০%
সরকারী প্রাথামিক বিদ্যালয়ঃ- ৭টি
বেসরকারী প্রাথামিক বিদ্যালয়ঃ- ৫টি স্যাটালাইট স্কুল= ২টি
মাধ্যমিক বিদ্যালয়ঃ- ৪টি
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ- ১টি
দাখিল মাদ্রাসাঃ- ২টি
সাধারণ(অনু:) মাদ্রাসাঃ-৫টি
কলেজঃ- ১টি
বি.এড কলেজঃ- ১টি
শারিরিক প্রশিক্ষণ শিক্ষা কলেজঃ- ১টি

 

ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা :

মোট রাস্তা-
পাকা রাস্তা-
আধা পাকা রা-
আধা কাঁচা রাস্তা-
ব্রীজঃ-
কালভার্টঃ-

নন্দলালপুর ইউনিয়ন পরিষদে আসতে চাইলে বিভিন্ন মাধ্যমে আসা যেতে পারে। উপজেলা কুমারখালী বাসষ্ট্যান্ড থেকে  দূরুত্ব ৪ কিঃমিঃ। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া অভিমূখে অথ্যাৎ বাসষ্ট্যান্ড থেকে পশ্চিমে।যাতায়াত ব্যবস্থাঃ১। রিক্সা……..১০টাকা (জনপ্রতি)।২। ভ্যান……….৫টাকা (জনপ্রতি)।৩। বাস………..৫টাকা (জনপ্রতি)।৪। নছিমন………৫টাকা (জনপ্রতি)।৫। ট্যাক্সি………..১০টাকা (জনপ্রতি)৬। সিএনজি……..১০টাকা (জনপ্রতি)।

 

ইউনিয়নের অন্যান্য প্রতিষ্ঠান :

মসজিদঃ- ২৪টি
মন্দীরঃ- ২টি
পরিবার পরিকল্পনাঃ-
পরিবার কল্যাণ কেন্দ্রঃ- ১টি
সক্ষম সম্পতিঃ-
পরিবার পরিকল্পনা গ্রহণ কার। সম্পতিঃ-
নলকূপঃ
গভীর নলকূপঃ- ১০টি
অগভীর নলকূপঃ-
হস্তচালিত নলকূপঃ-
শ্যালোঃ-
সরকারী নলকূপঃ-
ব্যক্তিগতঃ-

তহশিল অফিসঃ- ১টি
হাসপাতালঃ- ১টি
ব্যাংকঃ- ১টি
সুইচ গেটঃ- ২টি
বিদ্যুৎ সরববাহ কৃত গ্রামঃ- ২০টি
বাজারঃ- ১টি
রেজি: ক্লাবঃ-
রেজি: ব্যতীতঃ-
স্যাটালাইট ক্লিনিকঃ- ৪টি (অনু:)
পাকা ঘরঃ-
আধা পাকা ঘরঃ-
টিনের ঘরঃ-
চামড়াঃ-

 

নন্দলালপুর ইউনিয়নে দর্শনীয় স্থান:

খড়ের বাগান:

কুমারখালী বাসস্ট্যা- থেকে সোজা মহাসড়ক ধরে ৫ কিঃমিঃ গেলে আলাউদ্দিন নগর অতিক্রম করে বামদিক দিয়ে সোন্দাহ রাস্তা তারপর কিছুদূর গেলে নন্দলালপুর বাজার আর আধাকিলোমিটার গেলেই মনোরম খড়জঙ্গলের অপার সুষমা সৌন্দর্য হৃদয়ফুঁড়ে ডাকছে প্রাণজুড়ে নিঃশ্বাস নিতে একটুখানি পরশবুলানো আদর দিতে। সাংস্কৃতিক রাজধানীর প্রাণকেন্দ্র সংস্কৃতিনগরী কুমারখালী। এখানেই বিশ্বকবির চারণভূমি শিলাইদহ কুঠিবাড়ি ৫কিঃমিঃ দক্ষিণে, ৫কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে বিশ্বলোককবি বাউল সম্রা্ট লালন সাঁইজির ধাম ছেউরিয়া মাজার। ৫কিঃমিঃ দক্ষিণ-পূর্বে অমরগ্রন্থ ‘বিষাদসিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা। ৫কিঃমিঃ পূর্বউত্তরে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতিধন্য কুমারখালী ও তাঁর ঐতিহাসিক এম.এন প্রেস।

বিস্তারিত দেখুন

 

ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ :

  • জনাব, আলাউদ্দিন আহমেদ [ দানশীল ব্যক্তিত্ব ]

 

আরও দেখুন:

Leave a Comment