কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে – ‘নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করব’ -সুফি ফারুক

কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে: কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, তারুন্যের আওয়ামীলীগ নেতা তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক বলেছেন, আসন্ন নির্বাচন প্রধানমন্ত্রীত্বের নির্বাচন , এই নির্বাচনে ভোট নৌকায় ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করব। স্থানীয় নৌকার প্রার্থী যে নেতাই হোক, আপনারা যখন ভোট দিবেন তখন তাকাবেন জননেত্রী শেখ হাসিনার প্রতিক, নৌকা প্রতিকের দিকে, ভোট দিবেন নৌকায়। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করুন। বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করেন তার উপর আস্থা রাখেন। সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন সেটা বড় কথা নয়, আপনারা দয়া করে কোন নেতার প্রতি ক্ষুদ্ধ হয়ে নৌকার বাহিরে ভোট দিবেন না।

কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে - 'নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করব' -সুফি ফারুক

কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে – ‘নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করব’ -সুফি ফারুক

তিনি আরো বলেন আমাদের কারণে বা আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার কারণে, আপনাদের রাগ ক্ষোভ থাকতেই পারে, দেশের উন্নয়ন পরিকল্পনা করেন, আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী  শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করুন। আসুন আমাদের নিজেদের জন্য কাজ ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও আপনাদের কথা চিন্তা করে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। আসুন আমরা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখি।

"জননেত্রী শেখ হাসিনা'র অনুপ্রেরণায় সুফি ফারুকের উদ্যোগ"- কুমারখালী-খোকসায় (৭৮, কুষ্টিয়া-৪ আসনে) ৩,৩২১ জন তরুণ কে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ । "Sufi Faruq's initiative inspired by People's Leader Sheikh Hasina"- Free computer training for 3,321 youth in Kumarkhali-Khoksai (78 Kushtia-4 constituency)

উক্ত কথাগুলো সুফি ফারুক বলেন মঙ্গলবার বিকেলে, কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও তারুণ্যের মিছিলে।

আলোচনা সভার পূর্বে কুমারখালী বাসষ্টান্ড থেকে শুরু হওয়া তারুণ্যের মিছিলে নেতৃত্বদেন সুফি ফারুক। কয়েক হাজার তরুণের অংশগ্রহণে মিছিলটি কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

2 3 কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিকদের মাঝে - 'নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করব' -সুফি ফারুক

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইজিবাইক মালিক সমিতি, কুমারখালী শাখার সাধারণ সম্পাদক লিমন হোসেন, সহ-সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, সাংগাঠনিক সম্পাদক রিয়াজ আহম্মেদ, বাবুর হোসেন ও আনোয়ার হোসেন, ইজিবাইক মালিক সমিতি-আলাউদ্দিন নগর শাখার সভাপতি মাসুদ হোসেন, সহ-সভাপতি ইউনুচ আলী, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, বর্তমান সহ-সভাপতি জিহাদ রহমান, বর্তমান সহ দপ্তর সম্পাদক আরাফাত শাওন, ছাত্রলীগ নেতা রিজন আলী।

আরও উপস্থিত ছিলেন – কুমারখালী শহর ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান সোহাগ, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসান আলী, যুগ্ম-আহ্বায়ক বাপ্পি হোসেন, রাহিদুল ইসলাম, কুমারখালী-খোকসা শিক্ষার্থী কল্যাণ পরিষদ এর সংগঠক জনি ইসলাম, শিক্ষার্থী কল্যাণ পরিষদ-নন্দলালপুর ইউপি শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক এস.এম শাওন, সংগঠক জসিম বাবু, চাঁদপুর ইউনিয়ন শিক্ষার্থী কল্যান পরিষদের সভাপতি সাকিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, খোকশার সমন্বয়ক খাইরুল ইসলাম, ইসরাত ইসলাম রনি, ইজাজ আহমেদ, একতা ক্লাবের শামীম, গোপগ্রামের মাছুম হোসেন, মোড়াগাছঅর রন্জু আলী ও ইমান আলী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কামরুজ্জামান মাসুদ, হাফিজ, ইনামুল হক ইমন, সোহেল রানা, ইমরান হোসেন, রুহুল আমিন, এস. এম শুভ্র, আজিম হোসেন, লিমন হোসেন, ফাহিম ফিজি, আরাফাত আরিয়ান শাওন, আরাফাত তুষার, আনারুল ইসলাম, প্রান্ত, সোহাগ রানা, রাসেল রাত, রাহুল, হারুন, রিফাত, আশিক, সোহান, হাইফুল, আলামিন, আমিন, সাগর, তুষার ইমরান প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনি কুমারখালী ইজি বাইক মালিক শ্রমিক এর নতুন অফিস উদ্বোধন করেন।

আরও দেখুন: