৩ নং বেতবাড়ীয়া ইউনিয়ন । খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা। বেতবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি ৭৭.৭০ কিমি২ (৩০.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৩,৪৭৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৬টি ও মৌজার সংখ্যা ১২টি।
৩ নং বেতবাড়ীয়া ইউনিয়ন

৩ নং বেতবাড়ীয়া ইউনিয়নের গ্রাম সমুহ :
| গ্রামের নাম | পুরুষ | মহিলা | অন্যান্য | মোট লোকসংখ্যা |
| বেতবাড়ীয়া | ১৫২২ | |||
| জাগলবা | ৭৬১ | |||
| ভবানীপুর | ১০১৬ | |||
| মুকশিদপুর | ৭৮৪ | |||
| বাঁমনপাড়া | ১২২২ | |||
| চাঁদট | ১১৯৯ | |||
| বনগ্রাম | ৩৪২৫ | |||
| সিরাজপুর | ৩২৮ | |||
| পাত্রদাহ | ২৪৩ | |||
| দক্ষিনশ্যামপুর | ১৬৪ | |||
| জাগলবা সোনাপাতিল | ২১৭ | |||
| মোট | 10881 |

এক নজরে ৩ নং বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ:
১। সাধারন তথ্যাবলি
ক) ইউনিয়নের আয়তনঃ ৩০ বগ৲ কিঃমিঃ
২। জনসংখ্যাঃ
ক) পুরুষঃ ১৬,৩৪২ জন
খ) মহিলাঃ ১৭,১৩৫ জন
গ) মোট জনসংখ্যাঃ ৩৩,৪৭৭ জন
৩। মৌজাঃ ক) মৌজার সংখ্যাঃ ১২টা
৪। ভোটার সংখ্যাঃ
ক) পুরুষঃ ৬,৫২৫জন
খ) নারীঃ ৫,৮৪৫জন
গ) মোট ভোটার সংখ্যাঃ ১২,৩৭০জন
৫। কৃষি বিষয়কঃ
ক) মোট জমিঃ ১,২৩৩ হেক্টর
খ) আবাদী জমিঃ ১,০০০ হেক্টর
গ) অনাবাদী জমিঃ ২৩৩ হেক্টর
ঘ) প্রান্তিক কৃষকঃ ৫৩৪ হেক্টর
৬। শিক্ষা প্রতিষ্ঠানঃ
ক) মাধ্যমিকঃ ২টা
খ) নিম্ন মাধ্যমিকঃ ১টা
গ) মাদ্রাসাঃ ১টা
ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৯টা
ঙ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১টা
চ) শিক্ষার হারঃ ৭৮%
৭। ধর্মীয় প্রতিষ্ঠানঃ
ক) মসজিদঃ ১৩টা
খ) ঈদগাহঃ ০৮টা
গ) মন্দিরঃ ৩টা
৮। সরকারী প্রতিষ্ঠানঃ
ক) ডাকঘরঃ ২টা
খ) ইউনিয়নঃ ১টা
গ) স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১টা
৯। হাট-বাজারঃ
ক) বাজারঃ ৩টা
খ) হাটঃ ৩টা
১০। যোগাযোগ ব্যবস্থাঃ
ক) মোট রাস্তাঃ ১২ কিঃমিঃ
খ) পাকা রাস্তাঃ ৭ কিঃমিঃ
গ) আধা পাকাঃ নাই
ঘ) কাঁচা রাস্তাঃ ৫ কিঃমিঃ
১১। কবর স্থানঃ
ক) বেতবাড়ীয়া কবর স্থানঃ ১টা
খ) বনগ্রাম কবর স্থানঃ ৩টা
গ) চাঁদটঃ ১টা
ঘ) জাগলবাঃ ১টা
ঙ) ভবানীপুরঃ ১টা
১২। ভাতার সংখ্যাঃ
(ক) বিধবা ভাতাঃ ২২৩জন (খ) বয়স্ক ভাতাঃ ২৭৮জন (গ) ভিজিডিঃ ১৩৬জন (ঘ) মাতৃকালীনঃ ২০জন (ঙ) প্রতিবন্ধি ভাতাঃ ৩১জন

৩ নং বেতবাড়ীয়া ইউনিয়নের খাল ও বিল:
০১সিরাজপুর হাওর নদী, ইউনিয়নের পাশ দিয়েই হাওর নদী প্রবাহিত হয়ে গেছে।
০২ সোনাপাতিল বিল বেতবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন দিকে অবস্থিত।
০৩ বনগ্রাম বিল, বনগ্রাম-০৭,বনগ্রাম-০৮, বনগ্রাম-০৯ ওয়ার্ড নিয়ে অবস্থিত।বেতবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন দিকে অবস্থিত।
০৪ ভবানীপুর বিল বেতবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন দিকে অবস্থিত।
০৫ চাঁদট বিল, চাঁদট, রাধাবল্লভপুর নিয়ে, বেতবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন দিকে অবস্থিত।
বেতবাড়ীয়া ইউনিয়নে সুফি ফারুক ইবনে আবুবকর এর কার্যক্রম:
বেতবাড়িয়া ইউনিয়নে পেশা পরামর্শ সভা । খোকসা উপজেলা, কুষ্টিয়া
খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নে তরুণ-তরুণীদের পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ গঠন নিয়ে একটি গঠনমূলক ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পেশা পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের পেশাদার ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞ প্রশিক্ষকরা, যারা শিক্ষার্থীদের সিভি প্রস্তুতকরণ, ইন্টারভিউ প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও আধুনিক কর্মজীবনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

সুফি ফারুক বলেন, “তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সময়োপযোগী ক্যারিয়ার গঠনের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যুবসমাজকে জ্ঞানভিত্তিক ও দক্ষ মানবসম্পদে পরিণত করতেই এ উদ্যোগ।”
আলোচনা সভায় আরও জানানো হয়, যারা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের দ্বারপ্রান্তে, কিংবা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন—তাদের জন্য এই কর্মসূচি দিকনির্দেশনামূলক ভূমিকা রাখবে।
এটি কেবলমাত্র একটি পেশা নির্ধারণমূলক সভা নয়, বরং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বিকশিত করে জাতি গঠনে সহায়ক একটি কার্যক্রম।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। বেতবাড়িয়া ইউনিয়নে এমন উদ্যোগ তরুণদের মাঝে আশার আলো জ্বালিয়েছে বলে মত দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ছবি:

আরও দেখুন:

























