খোকসা সরকারি কলেজ

খোকসা সরকারি কলেজ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি সরকারি কলেজ। খোকসা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি বিষয়, ০৪ ধরনের ডিগ্রি (স্নাতক) কোর্স এবং ০৯টি বিষয়ে অনার্স চালু রয়েছে। কলেজটি ১৯৭২ সালে স্থাপিত হয় এবং ২০১৭ সালে সরকারিকরণ হয়। এই কলেজে সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচির বিস্তারিত নিচে দেয়া হল:

 

খোকসা সরকারি কলেজে গ্রামীণ যুবকদের ক্যারিয়ার কাউন্সেলিং:

যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে এখনকার তরুন-তরণীদের অনেকের ক্যারিয়ার হয় অন্ধকারচ্ছন্ন।বেশিরভাগ ক্ষেত্রে অনেকে নিজের মেধা এবং দক্ষতা নিয়ে দ্বিধাদ্বন্দে উপনীত হয়। বস্তুত নিজের উপর যথেষ্ট অনাস্থা থেকেই এ ধরনের দ্বিধাদ্বন্দের সৃষ্টি।ক্যারিয়ার  সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ  তথ্য নিয়ে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়  খোকসা সরকারি কলেজে আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকরের উদ্যোগে পেশা পরামর্শ সভা  অনুষ্ঠিত হয়েছে ।

 

সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া | Sufi Faruq's Career Counselling for Rural Youth, Khoksa College, Khoksa, Kushtia 01.11.2017
সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া (০১/১১/২০১৭)।

 

খোকসা সরকারি কলেজে গ্রামীণ যুবকদের ক্যারিয়ার কাউন্সেলিং

 

বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হবে এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন হচ্ছে। এছাড়া যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।

আজ  বুধবার খোকসা  উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী “পেশা পরার্মশ সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া গুরুকুলের লিগ্যাল এন্ড এডমিন শামীম রানা, তানভির আহমেদ,খাইরুল ইসলামসহ আরও  অনেকে।

 

খোকসা কলেজে সুফি ফারুকের পেশা পরামর্শ সভা অনুষ্ঠিত

 

কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা সরকারি কলেজে বেলা ১১ ঘটিকায়  ‘পেশা পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ।এ অনুষ্ঠানে মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর বলেন,’খোকসা কুমারখালী কে একটি দক্ষ,রুচিশীল,উন্নত,প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়। এ জন্যে তোমরা যারা তরুন সমাজ আছ তোমাদের সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন।পরিবর্তনটা আসবেই তোমাদের হাত দিয়ে আমরা শুধু পথ দেখিয়ে যাব।’

 

সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া | Sufi Faruq's Career Counselling for Rural Youth, Khoksa College, Khoksa, Kushtia 01.11.2017
সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া (০১/১১/২০১৭)।

 

সুফি ফারুক ইবনে আবুবকর আরও বলেন,’সফল ক্যারিয়ার গড়তে পারিপার্শ্বিক অবস্থা কিংবা বিভিন্ন পেশা সম্পর্কে যে ধরনের জ্ঞান থাকা দরকার, তা অনেকের মধ্যেই অনুপস্থিত। পারিবারিক চাহিদা এবং গোড়ামিও কারও কারও ক্ষেত্রে ঋনাত্বক ভুমিকা পালন করে। তাই আত্বসচেতনতা সৃষ্টি করাটা খুব গুরুত্বপূর্ণ। একজনের পারদর্শিতা কিংবা আগ্রহের ব্যাপারে সে নিজেই সবচেয়ে বেশি ওয়াকেবহাল। সেজন্য অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়, অন্যের পরামর্শ গ্রহন করে উচিত নিজের সিদ্ধান্তটা নিজেই গ্রহন করা।’

 

খোকসা কলেজ, গ্রামীণ যুবকদের ক্যারিয়ার কাউন্সেলিং, খোকসা, কুষ্টিয়া

 

সুফি ফারুক আরও  বলেন, ‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পিত জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযোগী করে আমাদের ছেলেমেয়েদের তৈরি করতেই এই উদ্যোগ।’

তিনি  বলেন ‘দেশকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকা পালন ছাড়া কোন বিকল্প নেই। পেশা পরামর্শ সভা কর্মসূচির উদ্দেশ্য হল, তরুণদের বিভিন্ন সমস্যাসমুহ নিয়ে সমাধান সহ এই অসম্ভব প্রতিযোগিতামুলক সময়ে জীবনযুদ্ধে তারা কিভাবে নিজেদেরকে উপযুক্ত করে তুলবে ও দেশকে সামনের দিকে নিয়ে যেতে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে সে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।’

 

সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া | Sufi Faruq's Career Counselling for Rural Youth, Khoksa College, Khoksa, Kushtia 01.11.2017
সুফি ফারুক এর পেশা পরামর্শ সভা, খোকসা কলেজ, খোকসা, কুষ্টিয়া (০১/১১/২০১৭)।

 

এ ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠানের উদ্দেশ তরুণ ও যুবকদেরকে সময়পোযোগী করে গড়ে তোলা।এছাড়া কুমারখালী খোকসার তরুণ-যুবকদের ভবিষ্যৎ পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়া সহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন এবং সাথে থাকবেন “স্কিল এসেসমেন্ট”।

আয়োজনটি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে। কুষ্টিয়া জেলার সকল সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি।

 

ফটো গ্যালারী:

 

আরও দেখুন: