রাগ শঙ্করা । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ শঙ্করা।  এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

 

রাগ শঙ্গরা আরোহণে ৫ অবরোহণে ৬ সুরের রাগ (ঔড়ব-ষাড়ব)। বাদি গান্ধার, সমবাদী নিষাদ।

আরোহ: Sa Ga Pa Ni Dha Sa Ni Sa
অবরোহ: Sa Ni Dha Pa, Ga Pa Ga (Re) Re Sa
পাকাড়: Sa Ni Pa Ga Pa, Re Ga Re Sa

আরোহ-আবরোহ এই লিঙ্ক গুলোতে গিয়ে শুনে নিতে পারেন । লিংক ১  ।

কাজী নজরুল ইসলামের রাগ শঙ্করা:

নজরুলের অনেক গান রাগাশ্রয়ী। নির্দিষ্ট রাগের আশ্রয়ে যে গানগুলোতে সুর করা হয়েছে, সেগুলোর পুরো সুরে রাগের অবয়ব বজায় রাখার চেষ্টা থেকেছে; খুব বেশি রাগভ্রষ্ট হয়নি। তাই নজরুলের গানগুলো কান তৈরিতে বেশি উপযোগী বলে আমার কাছে মনে হয়।

রাগ শঙ্করা- শ্রোতা সহায়িকা নোট (১), ১৯৭৩ সাল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শয্যা পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৩ সাল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শয্যা পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১.

কবিগুরু রবীন্দ্রনাথের গানে রাগ শঙ্করা:

কবিগুরু তার অনেক কম্পোজিশনে প্রচলিত রাগের আশ্রয় নিলেও অনেক সময় রাগের কাঠামোতে তিনি আটকে থাকতে চাননি। তাঁর সুরের পথ রাগের বাইরে চলে গেছে প্রায়শই। আমার কাঁচা কান যা বলে, তাতে বিশুদ্ধ রাগাশ্রয়ী গান হিসেবে তাঁর গান অনেক ক্ষেত্রেই খুব ভালো উদাহরণ নয়।তবে শঙ্করা সম্ভবত কবিগুরুর খুব প্রিয় রাগের একটি ছিল। তাই তিনি তুলনামুলকভাবে অনেক বেশি আশ্রয় নিয়েছেন শঙ্করায়।

রবীন্দ্রনাথ ঠাকুর | Rabindranath Tagore

১. সর্দার মহাশয় দেরি না সয় (রাগ: শঙ্করা, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): 1287, রচনাকাল (খৃষ্টাব্দ): 1881, স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী)
২. কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা (রাগ: শঙ্করা, তাল: কাহারবা, রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩, রচনাকাল (খৃষ্টাব্দ): 1936, রচনাস্থান: শান্তিনিকেতন, স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী)
৩. ঠাকুরমশয়, দেরি না সয়– (রাগ: মিশ্র শঙ্করা, তাল: একতাল, রচনাকাল (বঙ্গাব্দ): 1289, রচনাকাল (খৃষ্টাব্দ): 1882, স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী)
৪. কোন্ অযাচিত আশার আলো (রাগ: মিশ্র শঙ্করা, তাল: কাহারবা, রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩, রচনাকাল (খৃষ্টাব্দ): 1936, স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ)
৫. পুরি হতে পালিয়েছে যে পুরসুন্দরী (রাগ: মিশ্র শঙ্করা, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): 1345, রচনাকাল (খৃষ্টাব্দ): 1939, রচনাস্থান: শান্তিনিকেতন, স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী)

৬. জাগিতে হবে রে– (রাগ: মিশ্র শঙ্করা, তাল: চৌতাল, রচনাকাল (বঙ্গাব্দ): 1300, রচনাকাল (খৃষ্টাব্দ): 1893, স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন)
৭. কোন্‌ অযাচিত আশার আলো (রাগ: মিশ্র শঙ্করা, তাল: কাহারবা, রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩, রচনাকাল (খৃষ্টাব্দ): 1936, স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ)
৮. কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা– ভয় যায় তব নামে ॥ (রাগ: শঙ্করা, তাল: ঝাঁপতাল, রচনাকাল (বঙ্গাব্দ): 1293, রচনাকাল (খৃষ্টাব্দ): 1887)
৯. আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন (রাগ: শঙ্করা, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬, রচনাকাল (খৃষ্টাব্দ): 1909, স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)

১০. আর নহে, আর নয় (রাগ: শঙ্করা, তাল: কাহারবা, রচনাকাল (বঙ্গাব্দ): 1318, রচনাকাল (খৃষ্টাব্দ): 1911, স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর)
১১. হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে (রাগ: শঙ্করা, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আষাঢ়, ১৩১৭, রচনাকাল (খৃষ্টাব্দ): 1910, রচনাস্থান: বোলপুর, স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী)
১২. আমারে করো জীবনদান (রাগ: শঙ্করা, তাল: চৌতাল, রচনাকাল (বঙ্গাব্দ): 1309, রচনাকাল (খৃষ্টাব্দ): 1902, স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন)
১৩. কোন্‌ অপরূপ স্বর্গের আলো (রাগ: মিশ্র শঙ্করা, তাল: কাহারবা, রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩, রচনাকাল (খৃষ্টাব্দ): 1936, রচনাস্থান: শান্তিনিকেতন, স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী)
১৪. আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন (রাগ: শঙ্করা, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬, রচনাকাল (খৃষ্টাব্দ): 1909, স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)

 

আধুনিক গানে রাগ শঙ্করা:

১.

ভজনে রাগ শঙ্করা:

১.

অন্যান্য:

যন্দ্রে শঙ্করা:

সেতার:

১. ইমদাদখানী ঘরানার শহীদ পারভেজ খানের সেতারে – শঙ্করা।

সরদে রাগ শঙ্করা:

১.মাইহার ঘরানার খলিফা ওস্তাদ আলী আকবর খানের সরদে- শঙ্করা।

২. পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের সরদে- শঙ্করা।

খেয়াল:

১. রামপুর সহসওয়ান ঘরানার ওস্তাদ রশিদ খানের – শঙ্করা

২. আমীর খান সাহেব এর- শঙ্করা।

৩. পণ্ডিত কুমার গান্ধর্বের কেদার – শঙ্করা।

৪. জয়পুর ঘরানার শিল্পী কিশোরী আমনকারের গলায় – শঙ্করা

৫. পণ্ডিত মুকুল শিবপুত্রের- শঙ্করা।

৬. বিদুষী শোভা মুডগালের- শঙ্করা।

 

টিউটোরিয়াল:

যেকোনো রাগের স্বরের চলাফেরা বোঝার জন্য ২/৫ টি স্বর-মালিকা বা সারগম-গীত শোনা দরকার। স্বর মল্লিকার পাশাপাশি দু একটি  লক্ষণ গীত (বা ছোট খেয়াল) শুনলে সহজ হতে পারে। লক্ষণ গীত মূলত শেখানো হয় রাগের লক্ষণগুলো সহজে ধরতে। লক্ষণ গীত ছোট খেয়াল প্রায় একই কাজ করে। অনলাইনে অনেক গুলো আছে। একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। স্যাম্পল হিসেবে নিচের দুটো লিংক দেয়া হল।

১. রাগ শঙ্করা স্বরমল্লিকা

২. এনিসিআরটির টিউটোরিয়াল

৩. আলাপ, বড় খেয়াল, ছোট খেয়াল টিউটোরিয়াল

 

রিলেটেড রাগ:

রাগ শঙ্করা সম্পর্কে আরও জানার জন্য:

১. উইকি আর্টিকেল

২. অটোমেটেড ট্রান্সক্রিপশন প্রজেক্ট এর শঙ্করা কেদার

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:

গান খেকো সিরিজ- সূচি
শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাকরণ বা শাস্ত্র সূচি
রাগ শাস্ত্র- সূচি
রাগ চোথা- সূচি
রাগের পরিবার ভিত্তিক বা অঙ্গ ভিত্তিক বিভাগ
ঠাট ভিত্তিক রাগের বিভাগ
সময় ভিত্তিক রাগের বিভাগ
ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর সূচি
রস ভিত্তিক রাগের বিভাগ
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রীতি/ধারা
সঙ্গীতের ঘরানা- সূচি
সুরচিকিৎসা- সূচি
শিল্পী- সূচি
প্রিয় গানের বানী/কালাম/বান্দিশ- সূচি
গানের টুকরো গল্প বিভাগ

Declaimer:

শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।