[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

যা নিয়ে লিখি – সুফি ফারুক

মফস্বল শহরে পারিবারিক কাগজে লেখার হাতেখড়ি। এরপর কারিগরি প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত হওয়ায় নিয়মিত শিক্ষা উপকরণ তৈরির জন্য লেখা। তার কিছু অংশ পত্রিকার পাতায় ছাপা হবার পর থেকে কারিগরি বিষয়ে পত্রিকার জন্য নিয়মিত লেখার শুরু। সেগুলো গুছিয়ে বই প্রকাশের পড় মোটামুটি ভাল সাড়া পাওয়ায় বই প্রকাশের আগ্রহ বেড়েছে। কিন্তু গোছগাছ করে বই বের করার মত যথেষ্ট সময় দেয়া সম্ভব না হওয়ায় সে সংখ্যা এগোয়নি। এখন শুধুমাত্র নিজেদের কাজগুলো গুছিয়ে করাবার জন্য লেখালেখি। যেসকল বিষয়য়ে কাজ করছি সেগুলোর – পরিচিতি, পেশাজীবী হবার জন্য লেখাপড়া, সাধারণ কৌশল, কর্মকৌশল, আন্তর্জাতিক মানদণ্ড, ঝুঁকি ব্যবস্থাপনা, আইডিয়া, অবকাঠামো, নীতিমালা, আইন – ইত্যাদি নিয়ে নিয়মিত লিখছি। পাঠক, সময়, সুযোগ ও গুরুত্ব অনুযায়ী প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, ব্লগ, ফেসবুক, লিফলেট ও অন্যান্য মাধ্যমে। তার কিছু অংশ এখানে গুছিয়ে প্রকাশ কারার চেষ্টা মাত্র।

Leave a Comment