খোকসা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। খোকসা উপজেলা (কুষ্টিয়া জেলা) আয়তন: ১০৪.৮৫ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৪´ থেকে ২৩°৫৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°২২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কুমারখালী উপজেলা ও পাবনা সদর উপজেলা, দক্ষিণে শৈলকূপা উপজেলা, পূর্বে পাংশা উপজেলা, পশ্চিমে কুমারখালী উপজেলা। পাকা রাস্তা ১২৭.৪৭ কি.মি., অর্ধ পাকা রাস্তা ৭.৫২ কি.মি., কাঁচা রাস্তা ১৩৮.০২ কি.মি.।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৪.৭%; পুরুষ ৪৭.২%, মহিলা ৪২.২%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় (১৯০০), ফুলবাড়ি হাইস্কুল (১৯০০), সেনগ্রাম হাইস্কুল (১৯০৭), ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৪), খোকসা ডিগ্রি কলেজ (১৯৭২)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫১.৯০%, অকৃষি শ্রমিক ৪.৬৮%, শিল্প ১০.২৩%, ব্যবসা ১৫.৩২%, পরিবহণ ও যোগাযোগ ৩.৯৭%, চাকরি ৬.৩৫%, নির্মাণ ১.২৯%, ধর্মীয় সেবা ০.০৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৬% এবং অন্যান্য ৬.০২%। কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫১.৪৬%, ভূমিহীন ৪৮.৫৪%। শহরে ২৪.১২% এবং গ্রামে ৫৮.১৬% পরিবারের কৃষিজমি রয়েছে।
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৭ টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৪ টি, উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ১৬ টি, উচ্চ বিদ্যালয়(বালিকা) ০২ টি, দাখিল মাদ্রাসা ৫ টি, আলিম মাদ্রাসা ০২ টি, ফাজিল মাদ্রাসা ০১ টি, কামিল মাদ্রাসা ০০ টি, কলেজ(সহপাঠ) ০৪ টি, কলেজ(বালিকা) ০১ টি, শিক্ষার হার ৫৬.৮৫ %।
খোকসা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা:
খোকসা উপজেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (বিদ্যালয়):
- খোকসা—জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ আলী ০১৭৬০০০৭০২২
খোকসা উপজেলার এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা:
- রমানাথপুর স্কুল এন্ড কলেজ গোলাম মোস্তফা কামাল ০১৭১৬৬০৫২৪৪
খোকসা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (বিদ্যালয়):
- খোকসা—জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোছাঃ সালমা খাতুন ০১৭৩৫৪৫৮৫৪০
- শোমসপুর উচ্চ বিদ্যালয় মোঃ আয়েন উদ্দিন ০১৭১৬১৬৯৪৩০
- শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোঃ শরিফুজ্জামান ০১৭৩৬৩২১১১১
- সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় লাল মহম্মদ ০১৭১৬২৩৬৮৪২
- শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মোঃ আশরাফুজ্জামান ০১৯৭৬৯৩৫৪৯২
- ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় মোঃ আবুল হোসেন ০১৯৪২২৭২৮২৫
- ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় মোঃ মতিয়ার রহমান ০১৭১৬৭২৬৮০৩
- ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় আব্দুর রহিম ০১৭১৮২৫২৫৩৪
- আলহাজ¦ সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোঃ রিয়াজ উদ্দিন ০১৭২২৩৯৮৯৬৪
- বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মোঃ শফিকুল ইসলাম ০১৭২১৭৫০০৫০
- ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মোঃ ফজলুল হক ০১৭১০৬২৭৩২৩
- আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোঃ আব্দুস সাত্তার ০১৭৪১৫৫৪৪৩৫
- আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মোঃ আব্দুস সামাদ ০১৭১০৮৬১৪৭৭
- জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় মোঃ আব্দুল মান্নান ০১৭১০০৩১৮০০
- এইচ.ডি আজিজ মাধ্যমিক বিদ্যালয় মোঃ মারুফ হোসেন ০১৭১২০০৫৯৩২
- ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মোঃ হাফিজুর রহমান ০১৭৪৩৫৩৫৬১৩
- মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় মোঃ হাসান আলী মোল্লা ০১৭১৪৬৭৪৩২৭
- পাইক পাড়া মিজ্জর্াপুর মাধ্যমিক বিদ্যালয় মোঃ আরিফ হোসেন ০১৭২৪৮৮৭৪৭১
খোকসা উপজেলার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (বিদ্যালয়):
- বনগ্রাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় আরভী সুলতান ০১৯১২৭৪০৩২৯
- কোমরভোগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোঃ সাইফুল ইসলাম ০১৭০৮৬৪১৬২৩
- বশোয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সোহরাব হোসেন ০১৭১৭৮৬১০৫৩
- কফিল উদ্দিন মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোঃ সামসুল আলম ০১৭১৪৬৯৪৭৩১
খোকসা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (মাদরাসা):
- গোপগ্রাম ফাজিল মাদরাসা অধ্যক্ষ, মোঃ সাইদুল ইসলাম ০১৭১৭১২৬৬৩৪
- চাঁদট এম,বি, মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা অধ্যক্ষ, মোঃ শহিদুজ্জামান ০১৭১৬২৭৯০৫৭
- আলহাজ¦ মোঃ সদর উদ্দিন খান দাখিল মাদরাসা সৈয়দ আবু ওবায়েদুল্লাহ ০১৭১৫৬৪৮৬৯২
- হুসনুল উলুম আলিম মাদরাসা মুহঃ আবুল হোসাইন ০১৮২৩৩৩৫৫২৯
- গনেষপুর কাছেমুল উলুম দাখিল মাদরাসা মোঃ বদিউজ্জামান ০১৭১২৫৯৬৫৬৪
- আমবাড়িয়া দাখিল মাদরাসা মুহাঃ আবু নাসের ০১৭৩১৫০১৪৬৯
- বিলজানি দাখিল মাদরাসা মোঃ আব্দুল আওয়াল ০১৭১৮৭১৫৫৪২
খোকসা উপজেলার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (মাদরাসা):
- জাবাল ই নুর বালিকা দাখিল মাদরাসা আবু তাহের ০১৯১৬৫৬৪৭০৩
খোকসা উপজেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (কলেজ):
- খোকসা সরকারি কলেজ, খোকসা মোঃ আনিস উজ জামান ০১৭১২৯৮৪৪৪১
খোকসা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা (কলেজ):
- শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মোহাম্মদ রায়হানুল হক ০১৭১৮১৪০২৫৩
- আলহাজ¦ সাইদুর রহমান মন্টু কলেজ এস,এম,আলীম রেজা ০১৭১১০৩০৯৪৩
- ধোকড়াকোল ডিগ্রি কলেজ আব্দুল মতিন ০১৭১৬৩৫২৫২২
আরও দেখুন: