দৈনিক বর্তমান পত্রিকা অফিসে আড্ডায়

১৭ শে ২০১৬। বেড়িয়ে এলাম “দৈনিক বর্তমান” এর অফিস দেবাঞ্জন দা’র আমন্ত্রণে। দারুণ পরিবেশ আর দারুণ সব মানুষ।

এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক খ্যাতনামা সাংবাদিক বরুণ সেনগুপ্ত। জন্ম বাংলাদেশের বরিশালে। লোকে তাকে সাংবাদিকতার “উত্তম কুমার” বলেন। আনন্দবাজারের সাথে থাকাকালীন যেদিন নাকি ওনার কলাম বের হত, সেদিনের কাগজ ৭০ হাজার কপি বেশি ছাপতে হত। এরপর তিনি সিদ্ধান্ত নেন নিজে কাগজ করার। ১৯৮৪ সালের ৭ সেপ্টেম্বর পত্রিকাটি প্রকাশ করা শুরু হয়। ওদের অন্যান্য সহযোগী কাগজগুলোর মধ্যে আছে “সাপ্তাহিক বর্তমান”, “সুখী গৃহকোণ”। ইন্ডিয়ান রিডারসিপ সার্ভেতে দেখা গেছে পত্রিকাটি পড়ে প্রায় ৮৬ লাখ মানুষ।

Sufi Faruq visiting The Daily Bartaman Office Kolkata India 2 দৈনিক বর্তমান পত্রিকা অফিসে আড্ডায়

তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হল- সব যায়গায় বরুণ বাবুর ছবি এমনভাবে রাখা যেন প্রয়াণের পরেও তিনি সব খানে উপস্থিত। তার চেয়াররে আজও কেউ বসে না। মিটিং রুমে তার চেয়ারে ছবি রেখে আজও সহকর্মীরা প্রতিদিনের মিটিং করেন।

বর্তমানের একটা ফিচার হচ্ছে এদের অন্যরকম সব স্থাপনা। এগুলো গড়ে তুলেছেন ডাইরেক্টর ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য। তার কাছ থেকে অন্য সব স্থাপনার ছবিগুলোও দেখলাম।