আজ এই বৃষ্টির কান্না দেখে

আজ এই বৃষ্টির কান্না দেখে – গানটি লিখেছিলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছিলেন সুরকার লাকী আখন্দ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এই গানটি ইমন রাগের একটা উৎকৃষ্ট উদাহরণ।

 

আজ এই বৃষ্টির কান্না দেখে - কাওসার আহমেদ চৌধুরী

 

আজ এই বৃষ্টির কান্না দেখে

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ

 

SufiFaruq.com Logo 252x68 3 আজ এই বৃষ্টির কান্না দেখে

 

কাওসার আহমেদ চৌধুরী:

কাওসার আহমেদ চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী। তিনি শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন যার ফলশ্রুতিতে গীতিকবি ও জ্যোতিষী ছাড়াও তার আরও কিছু পরিচিতি রয়েছে একাধারে কবি; কার্টুনিস্ট; চিত্রশিল্পী; চিত্রনাট্যকার (বিজ্ঞাপন, তথ্যচিত্র, নাটক); বেতার নাটক লেখক ও পরিচালক; ছোটগল্প ও রম্যলেখক এবং প্রচ্ছদশিল্পী হিসেবে।

 

লাকী আখন্দ:

লাকী আখান্দ বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ১৯৮৪ সালে সরগমের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচএর সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না। তিনি বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

 

আমার লাকী আখান্দ [ Lucky Akhand ]

 

নিয়াজ মোহাম্মদ চৌধুরী:

ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী (জন্ম ২৫ অক্টোবর ১৯৫২) একজন বাংলাদেশি আধুনিক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী। নিয়াজ ১৯৫২ সালের ২৫ অক্টোবর (সার্টিফিকেট অনুসারে ১৩ জানুয়ারি) নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে নবকুমার ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মা্যিমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। শৈশবে ওস্তাদ আয়াতুল্লাহ খানের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি পাতিয়ালা ঘরনাতে ওস্তাদ ফাতেহ আলী খান ও ওস্তাদ আমানত আলী খানের শিক্ষা লাভ করেন।

 

 

 

 

আরও দেখুন:

Leave a Comment