আমার গান খেকো প্রকল্পের সূত্র ধরে একটা প্রিয় গানের বানী /কালাম /বান্দিশ সূচি তৈরির চেষ্টা করবো। গীতিকারের নাম ধরে তালিকা করার সিদ্ধান্ত। তবে গীতিকার কখনও সুরকার। সেগুলো একটু গুলিয়ে যাবে।
দেশাত্মবোধক গান
সলিল চৌধুরীর গান:
- যদি কিছু আমারে শুধাও
- না যেয়ো না
- আমি ঝড়ের কাছে রেখে গেলাম
- এবার আমি আমার থেকে
- কোন এক গাঁয়ের বধু
- রানার
- হেই সামালো
- আজ নয় গুন গুন গঞ্জন প্রেমে
- ও আলোর পথ যাত্রী
- ওগো আর কিছু তো নয়
- ও বাঁশী হায়
- কেন কিছু কথা বলো না
- গাঁয়ের বধু
- গা গা রে পাখী গা
- ঝনন্ ঝনন্ বাজে
- দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
- না যেও না রজনী এখন বাকী
- পথে এবার নামো সাথী
- বাজে গো বীণা
- বিচারপতি তোমার বিচার করবে যারা
- বুঝবে না কেউ বুঝবে না
- যারে যারে উড়ে যারে পাখী
- সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
লাকী আখান্দ এর গান
- যেখানে সীমান্ত তোমার (কথা ও সুর: লাকী আখান্দ, কণ্ঠ: কুমার বিশ্বজিত)।
- আজ এই বৃষ্টির কান্না (কথা : কাওসার আহমেদ চৌধুরী, সুর: লাকী আখান্দ, কণ্ঠ: ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী)।
- আবার এলো যে সন্ধ্যা
- এই নীল মনিহার (কথা: এস এম হেদায়েত, সুর ও কণ্ঠ : লাকী আখান্দ)
- কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে (কথা : কাওসার আহমেদ চৌধুরী, সুর: লাকী আখান্দ, কণ্ঠ: সামিনা চৌধুরী)।
- তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্না।
- তুমি ডাকলে কাছে আসতাম সেতো জানতেই।
কবীর সুমন এর গান
- হাল ছেড়ো না
আহমেদ ফারাজ (সৈয়দ আহমেদ শাহ) এর শায়েরি
- আব কে হাম বিছড়ে
- রন্জিস হি সাহি
সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:
গান খেকো সিরিজ- সূচি
শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাকরণ বা শাস্ত্র সূচি
রাগ শাস্ত্র- সূচি
রাগ চোথা- সূচি
রাগের পরিবার ভিত্তিক বা অঙ্গ ভিত্তিক বিভাগ
ঠাট ভিত্তিক রাগের বিভাগ
সময় ভিত্তিক রাগের বিভাগ
ঋতু ভিত্তিক গান (ঋতুগান) এর সূচি
রস ভিত্তিক রাগের বিভাগ
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রীতি/ধারা
সঙ্গীতের ঘরানা- সূচি
সুরচিকিৎসা- সূচি
শিল্পী- সূচি
প্রিয় গানের বানী/কালাম/বান্দিশ- সূচি
গানের টুকরো গল্প বিভাগ
Declaimer:
শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।
*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।