ঠাট ভিত্তিক রাগের বিভাগ : রাগাঙ্গ বা রাগের অঙ্গের পাশাপাশি ঠাট ভিত্তিক রাগের বিভাগ হয়। আগে ওস্তাদ পণ্ডিতদের কাছে রাগাঙ্গ বিভাজনটিই গ্রহণযোগ্য ছিল। তবে এখন ঠাট ভিত্তিক রাগের বিভাগ বেশি জনপ্রিয়। সকল ঠাটের কারিগরি বর্ণনা পাওয়া যাবে আগের ঠাট আর্টিকেলটিতে। এখানে ঠাট এর উপরে ভিত্তিক রাগের গ্রুপ তৈরির চেষ্টা করা হয়েছে।
Table of Contents
১. বিলাবল ঠাটের রাগ:
আশ্রয় রাগ : বিলাবল
অন্যান্য রাগ : শঙ্করা, পাহাড়ি, হংসধ্বনি, দুর্গা, দেশকার, কুকুবভ বিলাবল, সুখিয়া, সুখিয়া বিলাবল, দেভগিরি বিলাবল, মান্দ।
২. কাফি ঠাটের রাগ:
আশ্রয় রাগ : কাফি
অন্যান্য রাগ : বাগেশ্রী, ভীমপলশ্রী, ধানেশ্রী, ধানী, পিলু, মেঘ মালহার।
৩. কল্যাণ ঠাট:
আশ্রয় রাগ : কল্যাণ
অন্যান্য রাগ : ইমন – ইমন কল্যাণ,
৪. খাম্বাজ ঠাটের রাগ:
আশ্রয় রাগ : খাম্বাজ
অন্যান্য রাগ :
৫. ভৈরব ঠাট:
আশ্রয় রাগ : ভৈরব
অন্যান্য রাগ :
৬. পূরবী ঠাট:
আশ্রয় রাগ : পূরবী
অন্যান্য রাগ :
৭. মারওয়া ঠাট:
আশ্রয় রাগ : মারওয়া
অন্যান্য রাগ :
৮. আশাবরী ঠাট:
আশ্রয় রাগ : আশাবরী
অন্যান্য রাগ :
৯. ভৈরবী ঠাট:
আশ্রয় রাগ : ভৈরবী
অন্যান্য রাগ :
১০. টোড়ি ঠাট:
আশ্রয় রাগ : টোড়ি
অন্যান্য রাগ :
ঠাট ভিত্তিক রাগের বিভাগ ও ঠাটের বিষয়ে আরও পড়ুন :
- গান খেকো সিরিজ- সূচি
- উইকিপিডিয়া : ঠাট
ঘোষনা:
শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।
*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।